ইয়াবা ও বিক্রির টাকা জব্দ, মা-মেয়েসহ গ্রেপ্তার ৫

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৩ ০৬:৫৭ মিনিট


পোস্ট ফটো

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ ইয়াবা ও ২ লাখ ৮৩ হাজার টাকা জব্দ এবং একই সাথে মা-মেয়েসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল-সন্ধ্যায় ভিন্ন সময়ে অভিযান চালিয়ে, এসব মাদক ও মাদক বিক্রির টাকা জব্দ এবং মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- আক্তার কামাল (৪৫), গোলাব জান (৫৫), আবু হানিফ (৩৬), নূর মোহাম্মদ (৪২) ও নাসিমা আক্তার (২১)। লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, শুক্রবার টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। খবর পেয়ে সাতকানিয়ায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি পিকআপ থেকে ৩ লাখ ইয়াবা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ নূর ও কামালকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, শুক্রবার রাতে কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩০ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে মা ও মেয়ে। জব্দকৃত মাদক, টাকা ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

For Add
300 X 250

Link copied