ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটোরিক্সা ও ব্যাটারীসহ ৩ চোর গ্রেফতার

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৩ ০৫:০২ মিনিট


পোস্ট ফটো

ময়মমসিংহ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী ও মুক্তাগাছা  থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ অক্টোবর ৭ টায় কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ও মুক্তাগাছা ছত্রাশিয়া থেকে ০১টি চোরাই অটোরিক্সা ও ২৫টি ব্যাটারীসহ চোর চক্রের সক্রিয় সদস্য ১।মোঃ সুজন (২৮), পিতা- মোঃ মঞ্জু মিয়া, মাতা- মোছাঃ নাসিমা খাতুন, সাং- আকুয়া দক্ষিণপাড়া, ২। মোঃ আওলাদ হোসেন (৪৫), পিতা- মোঃ দুলু হোসেন, মাতা- মোছাঃ রওশেনা, সাং-মধ্যবারেরা, উভয় থানা-কোতোয়ালী, ৩। মোঃ জুয়েল (৪০), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, মাতা- মোছাঃ জমিলা খাতুন, সাং- ছত্রাশিয়া, থানা- মুক্তাগাছা, সর্ব জেলা- ময়মনসিংহদেরকে কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

For Add
300 X 250

Link copied