বাংলাদেশিদের উদ্যোগে পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২৩ ০৫:৩৪ মিনিট


পোস্ট ফটো

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত।শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান এই জামাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই নামাজে অংশগ্রহণ করতে পারেননি। ধারণা করা হচ্ছে- ৫ হাজার ধারণক্ষমতার এই ঈদগাহটিতে সাত থেকে আট হাজার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।পর্তুগালের কেন্দ্রীয় মুসলিম কমিটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বাংলাদেশ কমিউনিটি দেশটির বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ঈদ উদযাপন করে।এ বিষয়ে পর্তুগালের পর্তো শহরের বনফিম ওয়ার্ডের কাউন্সিলর বাংলাদেশ কমিউনিটি অফ পর্তোর সভাপতি শাহ আলম কাজল জানান, রাজধানী লিসবন তথা বিভিন্ন প্রবাসী বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে এবং কয়েকজন মুসল্লির চাঁদ দেখার সংবাদে সকলের সিদ্ধান্তক্রমে আজ ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।বন্দর নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত ত্রিনিদাদ মেট্রো স্টেশনে সকাল ৯ টায় এবং হামজা র. মসজিদে সকাল ১১ টায় , তাছাড়া ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারু সহকারে আরও বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।একমাস নিরবচ্ছিন্ন সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

For Add
300 X 250

Link copied