ভোলায় দুই কৃষকের খেতের তরমুজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

News Depend Desk

প্রতিনিধিঃ জেলা প্রতিনিধি, ভোলা

১৪ এপ্রিল ২০২৩ ১১:১২ মিনিট


পোস্ট ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে রাতের আঁধারে দুই কৃষকের প্রায় এক একর জমির তরমুজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীররাতে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, মো. রিয়াজ ও মো. মাইনুদ্দিন ঢালি। এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুুলারহাট থানা পুলিশের ওসি মো.আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

For Add
300 X 250

আরও পড়ুন

Link copied