ব্যাটিং ব্যর্থতায় লিটনের দলের ছোট পুঁজি
২১ এপ্রিল ২০২৩ ১২:০৪ মিনিট

মাত্র ৪ রানে আউট হওয়ায় আইপিএল অভিষেক মোটেও ভালো হয়নি লিটন দাসের। তার অভিষেকের দিনে কলকাতার ব্যাটিং লাইনআপও মুখ থুবড়ে পড়েছে। আনরিখ নরকিয়া ও ইশান্ত শর্মাদের বোলিংয়ের সামনে তেমন চ্যালেঞ্জ দেখাতে পারেনি ব্যাটাররা। শেষদিকে আন্দ্রে রাসেলের ছক্কার হ্যাটট্রিকে নির্ধারিত ওভার শেষে কোনোমতে ১২৭ রান সংগ্রহ করেছে কেকেআর।বৃহস্পতিবার (২০ এপ্রিল) আগের পাঁচ ম্যাচের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ওপেনিং নিয়ে নামে শাহরুখ খানের দলটি। অভিষিক্ত লিটনের সঙ্গে আসরের প্রথম ম্যাচ খেলতে নামেন ইংলিশ ব্যাটার জেসন রয়। রয় অনেক্ষণ ক্রিজে থাকলেও, ব্যাটারদের নিয়মিত বিদায়ে তিনিও চাপের মুখে থাকেন। ধীরগতির ব্যাটিংয়ে তিনি ৩৯ বলে করেন ৪৩ রান।এর আগে নিজের প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেন তিনি। ইশান্ত শর্মার ওই ওভারে আরও ২টি বলের মুখোমুখি হলেও রান করতে পারেনি এই টাইগার ব্যাটার। পরবর্তী ওভারে মুকেশ কুমারের বাউন্স বল পুল করতে গিয়ে মাথার ওপরে তুলে দেন তিনি। ফলে ৪ বলে ৪ রান করে লিটন শর্টমিডে ক্যাচ দেন।কলকাতা শিবিরে যেন এরপর উইকেটের মিছিল চলতে থাকে। দলীয় ২৫ রানে ভেঙ্কটেশ আয়ার, ৩২ রানে নিতীশ রানা, ৫০ রানে মানদিপ সিং, ৭০ রানে সিংকু সিং বিদায় নেন। ৯৩ রানে কলকাতা হারায় পরপর দুই উইকেট। কুলদীপ যাদবের বলে বিদায় নেন ওপেনার রয় ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা অনুকুল রয়।কলকাতার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে রাসেল। শেষ ওভারে তিনি পরপর তিন ছয় মেরে কিছুটা লক্ষ্য বড় করেন। তবে দিল্লির সামনে সেটি কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে সেটিই এখন দেখার বিষয়! দিল্লির হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নরকিয়া, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা। এছাড়া মুকেশ নেন একটি উইকট।