বিশ্বকাপের জন্য নজরে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৩ ০৭:০৩ মিনিট


পোস্ট ফটো

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টের দলে কারা থাকবেন এ নিয়ে এখন থেকেই চলছে নানা জল্পনা–কল্পনা। দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদের গত দুই সিরিজের দলে জায়গা হয়নি। লম্বা সময় নিয়মিত মুখ হিসেবে থাকা আফিফ হোসেনও বাদ পড়েছেন। এই দুইক্রিকেটার কি দলে থাকবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুর আবেদীন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপের জন্য ২৪ জনের একটি পুল করেছেন তারা। তাতে রিয়াদ ও আফিফ আছেন বলেই ইঙ্গিত তার কথায়।গতকাল শুক্রবার সাংবাদিকদের নান্নু বলেন, আফিফ অবশ্যই থাকবে এই দলে। আমাদের পুল ভুক্ত যে ২৪ জন খেলোয়াড় রেডি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে তাকে দলে নেওয়া হবে। এ সময় রিয়াদের বিষয়ে প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে প্রায় একই রকম দল করেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে। গত দুই সিরিজের দলে কি আর কোনো বদল আসবে?জবাবে নান্নু বলেন, ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে। আয়ারল্যান্ড সিরিজ আছে। প্রত্যেকটা সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা । কারণ এখন এতো বেশি খেলা আছে যে প্লেয়ারদের জন্য ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি চিন্তার। সবকিছু চিন্তা করে সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে বিশ্বকাপের জন্য পুল তৈরি করতে চাই। যেহেতু এবারে ভারতের মাঠে বিশ্বকাপ সেহেতু ভাল করার প্রত্যাশা দলের। তাই সেরা দলটি নিয়েই বিশ্বকাপে যেতে চায় বিসিবির নির্বাচকরা। এখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই খেলা হোকনা কেন সবসময় সেরা দলটি মাঠে নামাতে চায় বাংলাদেশ। তাছাড়া ভিন দেশের কন্ডিশন নিয়ে যাতে কোন সমস্যায় পড়তে না হয় সে বিষয়েও চিন্তা করে দল গড়া হচ্ছে। মুলত সব সময় সেরা অপসনটাই বের করে আনার চেষ্টা চলছে। বিশ্বকাপ এখনো দেরি থাকলেও সময় যে কখন ফুরিয়ে যাবে টেরও পাওয়া যাবেনা। তাই বিশ্বকাপ নিয়েও চিন্তা করতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। তাই সবকিছুকে সঙ্গে করে দল নিয়ে মাঠে নেমেছে নির্বাচকরা। লক্ষ্য একটাই সেরা দলটি বাছাই করা।

For Add
300 X 250

Link copied