জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না জেমি সিডন্স

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

০২ মে ২০২৩ ০৯:৪৪ মিনিট


পোস্ট ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সোমবার (১ মে) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সিডন্স বলেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবো না।’তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে কথা বলেই তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ‘এ’ দল এবং টাইগার্স দলের হয়ে কাজ করবো। আমি মনে করি, তাদেরকে দেয়ার মতো আমার অনেক কিছুই আছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান কোচ। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সঙ্গে একমত হয়েছেন সিডন্স।

For Add
300 X 250

Link copied