বঙ্গবন্ধু‌ সেতু‌তে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায়

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৩ ০৮:২৭ মিনিট


পোস্ট ফটো

টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে গত কয়েক দিনের তুলনায় টোল আদায় বে‌ড়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় ছোট বড় মি‌লি‌য়ে এই সেতু দি‌য়ে ৩৬ হাজার ৬৯‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল টোল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ক‌য়েক দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা থে‌কে পরব‌র্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা। এ‌তে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০‌টি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে। টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯‌টি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ক‌য়েক‌ দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

For Add
300 X 250

Link copied