শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
০২ মে ২০২৩ ০৯:৫০ মিনিট

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে আব্দুল হামিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ি রেজ্ঞের হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ নিয়ে গত ১৫ দিনের ব্যবধানে ৩ কৃষকের মৃত্যু হলো।নিহত আব্দুল হামিদ উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাতিবর টিলাপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাড়ো পাহাড়ের বন্যহাতির একটি দল হালুয়াহাটি গ্রামে বোরো ধান ক্ষেতে হানা দেয়। এসময় ফসল রক্ষা করতে এলাকাবাসী হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। এতে ক্ষুব্ধ হয় হাতির দল। হাতি তাড়ানোর সময় কৃষক আব্দুল হামিদ এগিয়ে গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে ধরে নিয়ে পায়ে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত হামিদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে গত ১৪ এপ্রিল শ্রীবরদী এবং ২৬ এপ্রিল নালিতাবাড়িতে আরও দুই কৃষকের প্রাণ যায় হাতির আক্রমণে।বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।