দুর্ঘটনাজনিত অগ্নিকা- নিরসন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল স¤পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দৌলতখান থানা পুলিশ

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৩ ১১:২৬ মিনিট


পোস্ট ফটো

দুর্ঘটনাজনিত অগ্নিকা- নিরসন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল স¤পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দৌলতখান থানা পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস (দৌলতখান) স্টেশনের সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।  সকাল এগারোটায় দৌলতখান থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকা-ের পরিস্থিতি সৃষ্টি করা হয়। এসময় দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন সহ থানা ও ফায়ার সার্ভিসের সকল ফোর্স উপস্থিত ছিলেন। ---দৌলতখান ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসার মো. মিজানুর রহমান মহড়ায় অগ্নিকা-ের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও কিভাবে আগুন নেভাতে হয় এ ব্যাপারে প্রশিক্ষণ দেন। এছাড়াও বহুতল ভবনে আটকে পড়া লোকজনের জীবন কিভাবে বাঁচানো যায় সে ব্যাপারেও তিনি প্রশিক্ষণ প্রদান করেন।দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, সামগ্রিক অগ্নি নির্বাপণ নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যেকোন জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন

For Add
300 X 250

আরও পড়ুন

Link copied