বিতর্কের জবাব দিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২৩ ০৭:৩৮ মিনিট


পোস্ট ফটো

বক্স অফিসে দূরন্ত গতিতে ছুটছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। এরই মধ্যে ১৫০ কোটি রুপি আয় পার করে ফেলেছে বিপুল শাহ প্রযোজিত এই ছবি। এদিকে সত্য ঘটনার আধারে নির্মিত—এমন দাবি করা হলেও ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে নানা বিতর্ক। অনেকের মতে, ইসলামকে কুৎসিতভাবে তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এ নিয়ে বুধবার মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল শাহ।বুধবার মুম্বাইয়ের এক মিলনায়তনে ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির বিরুদ্ধে আনা নানা অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘আমার এই ছবি কোনো বিশেষ ধর্মকে ঘিরে নয়।

For Add
300 X 250

Link copied