সোমবারের বিএড পরীক্ষা স্থগিত
১৪ মে ২০২৩ ০৯:৩৮ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী (১৫ মে) সোমবারের বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৫ মে ২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষা ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।উল্লিখিত পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।এর আগে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় সোমবারের (১৫ মে) সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।