হোম খেলাধুলা অবশেষে রানের দেখা পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার
অবশেষে রানের দেখা পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার
নিজস্ব প্রতিবেদন 16 Jan, 2021 1:52 PM

অবশেষে রানের দেখা পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমে ৮২ বলে ৫২ করেছেন সাকিব। যেখানে ছিল একটি ৬ ও একটি চারের মার।
শুধু সাকিবই নন, সাকিবকে সঙ্গ দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের হয়ে হাফ সেঞ্চরি তুলে নেন মোহাম্মদ নাইম শেখ। করেন ৬৮ বলে চার ৪ ও দুই ছয়ে ৫০ রান।
যার ফলে নাইম আর সাকিবের ফিফটিতে ভর করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের স্কোর বোর্ডে দাঁড়ায় ২২৩ রান। এই ম্যাচে হেসেছে মোসাদ্দেক ও মুশির ব্যাট। মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে ৩১, মুশফিক করেছেন ২৫।
তামিম ইকবাল একাদশের শেখ মাহেদি হাসান ৯ ওভারে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের ঝুলিতেও ২ উইকেট তবে রান দিয়েছেন ৬২।
স্কোরকার্ড
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭ (৪৫ ওভার)
নাঈম ৫০ (৬৮), ইয়াসির ২৪ (৩৬), সাকিব ৫২ (৮২), মুশফিক ২৫ (২৭), মোসাদ্দেক ৩১ (৩৭), মিরাজ ১১ (১২), তাইজুল ৪ (৫)*, হাসান মাহমুদ ২ (৪)
সাইফউদ্দিন ৯-১-৬২-২, মেহেদী ৯-০-৩১-২, আফিফ ৩-০-১১-০, মুস্তাফিজ ৯-১-৩৭-১, রুবেল ৯-০-৪৪-১, নাসুম ৬-০-৩৩-১
আরও :