হোম খেলাধুলা আইপিএলের এই আসরে নতুন দলে মুস্তাফিজুর রহমান
আইপিএলের এই আসরে নতুন দলে মুস্তাফিজুর রহমান
অনলাইন ডেস্ক 18 Feb, 2021 5:33 PM

সাকিব আল হাসানের পর আরও দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে এই নিয়ে ৩টি দলের হয়ে খেলার অবিজ্ঞতা হবে মুস্তাফিজের।
এর আগে হায়দ্রাবাদের হয়ে নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন মুস্তাফিজোর রহমান। টানা ২ আসর খেলেছেন সেখানে। তার পর তাঁকে দলে ভিড়ায় মুম্বাই। আর এবার রাজাস্তান রয়েলস ।
আরও :