হোম খেলাধুলা আমার কাছে দেশ সবার আগে, আইপিএল নয়ঃ মোস্তাফিজ
আমার কাছে দেশ সবার আগে, আইপিএল নয়ঃ মোস্তাফিজ
অনলাইন ডেস্ক 23 Feb, 2021 5:46 PM

সাকিবের সঙ্গে আইপিএলে সুযোগ পেয়েছেন আরেক বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের চেয়ে দেশের খেলাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে খেলাই মুস্তাফিজের কাছে সবার আগে–নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ার আগে এমনটাই জানালেন বাঁ-হাতি পেসার।
আজ নিউজিল্যান্ডের বিমানে উঠার আগে আইপিএলে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই পেসার।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো বলবেই যে আমি দলে নাই। পরবর্তীতে বিসিবি যদি অনুমতি দেয় তাহলে আইপিএল খেলতে যাব। তাছাড়া তার উপর খেলার জন্য কোন চাপ নেই বলে জানালেন এই বাঁহাতি পেসার।’
আরও :