হোম খেলাধুলা তামিম ইকবাল খানের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়াঃ মাশরাফি
তামিম ইকবাল খানের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়াঃ মাশরাফি
অনলাইন ডেস্ক 19 Jan, 2021 6:38 PM

করোনার পর আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন শুরু। আর সেই ম্যাচেই নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজাও তাই মুখিয়ে আছেন অধিয়ানক তামিমকে মাঠে দেখতে। নড়াইল এক্সপ্রেস তার অফিসিয়াল ফেসবুক পেইজে শুভকামনা জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকে।
বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন শুরুর জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 'বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়া।'
ভক্তদের বাংলাদেশ আওয়াজ তোলার আহ্বান জানিয়ে দেশসেরা অধিনায়ক লিখেছেন, 'সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -বাংলাদেশ।'
আরও :