হোম খেলাধুলা তাসকিনের চোট গুরুতর নয়,ফিরবেন উইন্ডিজের বিপক্ষেই
তাসকিনের চোট গুরুতর নয়,ফিরবেন উইন্ডিজের বিপক্ষেই
অনলাইন ডেস্ক 13 Jan, 2021 1:04 PM

ইনজুরির কারণে বাদ পরার আসংখ্যা আপাদত দূর হচ্ছে তাসকিন আহমেদের। সোমবার বা-হাতের আঙুলে যে চোট পেয়েছিলেন তাসকিন ওই চোট গুরুতর নয় বলে জানিয়েছে বিসিবি। বরং সুস্থ হয়েই ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, 'তাসকিনের হাতে দুটি সেলাই লেগেছে। তবে ক্ষতটা অতো গুরুতর নয়। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। সোমবার আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। কাটাটা বেশি গভীর ছিল না। সিরিজ খেলতে সমস্যা হবে না বলেই মনে করছি।'
আরও :