হোম খেলাধুলা পিএসএল এ বোলিং কোচ হিসাবে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন উমর গুল
পিএসএল এ বোলিং কোচ হিসাবে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন উমর গুল
অনলাইন ডেস্ক 13 Jan, 2021 12:01 PM

ক্রিকেটার হিসাবে নিজের বর্ণীল অধ্যায় শেষ করেছেন অনেক আগেই। এক সময় পাকিস্তানের জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেই এই বোলার। বলছিলাম পাকিস্তানের বোলার উমর গুলের কথা।
এবার সেই উমর গুল আরও একবার নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তবে এবার ক্রিকেটার বা বোলার হিসাবে নয়,বরং আসছেন বোলার গড়তে।
আসন্ন পিএসএলে বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
কোয়েটার মালিক নাদিম ওমর এমন একজনকে দলের কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'গুলের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং উসমান শিনওয়ারির মতো গতিতারকা আছে দলে। তার কাছ থেকে উপকৃত হবে।'
টি-টোয়েন্টি ফরমেটে অনেক বছর খেলেছেন উমর গুল। রাজ্জাকের স্থলে তাকে পাওয়াটা সৌভাগ্যের বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ।
আরও :