হোম খেলাধুলা সাকিবের ৪ উইকেটে বাংলাদেশের সামনে লক্ষ ১২৩
সাকিবের ৪ উইকেটে বাংলাদেশের সামনে লক্ষ ১২৩
নিজস্ব প্রতিবেদন 20 Jan, 2021 3:11 PM

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে চাপা একটা উচ্ছ্বাস নিশ্চয় ছিল। করোনার বাধা ঠেলে দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ওদিকে নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান পরেছেন জাতীয় দলের জার্সি। তার দিকে ছিল আলাদা নজর। ফেরার এই ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছে ১২২ রানে।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত হানেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলের ওপেনার সুনীল অ্যামব্রিসকে। তিনি করেন ৭ রান। এরপর ক্যাচে পরিণত করেন জসুয়া সিলভাকে। ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
পরের তিন উইকেট তুলে নেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব। আন্দ্রে ম্যাককার্টিতে ১২ রানে বোল্ড করেন তিনি। এরপর সফরকারী দলের অধিনায়ক জেসন মোহাম্মদ ১৭ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এনকুরুমা বোনারকে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
স্কোরঃ
আরও :