হোম খেলাধুলা ৫ কোটি ২৫ লক্ষ টাকায় শাহরুখ খানকে কিনে নিল পাঞ্জাব
৫ কোটি ২৫ লক্ষ টাকায় শাহরুখ খানকে কিনে নিল পাঞ্জাব
অনলাইন ডেস্ক 18 Feb, 2021 5:56 PM

২০ লক্ষ টাকা বেস প্রাইসে আইপিএল খেলতে নাম লেখান শাহরুখ খানক। আর তাঁকে নিয়েই কিনা লড়ায় শুরু হয় আরসিবি ও দিল্লির মধ্যে। শেষে লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব। আর লড়ায়ে যোগ দিয়েই ৫ কোটি ২৫ লক্ষ টাকায় শাহরুখ খানকে কিনে নেয় পঞ্জাব।
এর আগে, বাংলাদেশের ৫ ক্রিকেটারে থেকে এখন পর্যন্ত দল পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ। সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা। আর মুস্তাফিজুরকে দলে ভিড়িয়েছে রাজাস্থান রয়েলস।
আরও :