হোম ফিচার শহীদ আসাদ দিবস আজ
শহীদ আসাদ দিবস আজ
নাসির সরকার 20 Jan, 2021 10:57 AM

আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, একজন শহীদ ছাত্রনেতা। পাকিস্তানি সৈরস্বাশক আইয়ুব খানের পতনের দাবীতে ২০জানুয়সরি ১৯৬৯ ছাত্রদের ১১দফা কর্মসূচি দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান।
শহীদ আসাদ হচ্ছেন১৯৬৯ সালের গণ-আন্দোলনের পথিকৃৎ তৎকালীন পূর্ব-পাকিস্তানের আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সর্বস্তরের মানুষের বাঁধভাঙা জোয়ার নামে ঢাকাসহ সারা বাংলার রাজপথে। সংঘটিত হয় উনসত্তরের গণ-অভ্যুত্থান। পতন ঘটে সৈরস্বাশক আয়ুব খানের।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
আরও :