হোম বাংলার সংবাদ সাতক্ষীরার জালালাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানসহ ১ টি বাড়িতে আগুন
সাতক্ষীরার জালালাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানসহ ১ টি বাড়িতে আগুন
সেলিম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি 03 Mar, 2021 8:38 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানসহ ১ টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ২:৩০-৩:০০ ভিতর আগুন লাগার ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের কোন সংযোগ থেকে ওভার হিট হয়ে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: ওবায়দুল্লাহ জানান, রাত ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে ট্রিপল নাইনের ফোন পেয়ে তাৎক্ষণিক জালালাবাদে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়।
তবে, তার আগে জালালাবাদের নজরুলের বাড়ি সংলগ্ন শ্যামলের সেলুন, কুদ্দুসের ফলের দোকান ও একটি চায়ের দোকানের অর্ধেকের বেশী পুড়ে যায়।এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আরও :