হোম বাংলার সংবাদ করোনা ভ্যাকসিন প্রয়োগে কেউ অসুস্থ হলে দায়ভার নিবেনা সরকার
করোনা ভ্যাকসিন প্রয়োগে কেউ অসুস্থ হলে দায়ভার নিবেনা সরকার
অনলাইন ডেস্ক 12 Jan, 2021 5:34 PM

করোনার ভ্যাকসিন নেয়ার পর যদি কেউ অসুস্থ হয়ে যায়, বা কোন প্রকার সমস্যার সম্মুখিন হয় তাহলে তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয় বলে জানিয়েছেন টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক।
সোমবার (১১ জানুয়ারি) কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক এ কথা জানান।
ডা. শামসুল হক বলেন, করোনার টিকা নেওয়ার আগে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। কারণ যাকে আমরা টিকা দিচ্ছি, তার একটা অনুমতির প্রয়োজন রয়েছে। আমরা একটি সম্মতিপত্র তৈরি করেছি। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, পরিচয়পত্র ও নাম থাকবে।
তিনি জানান, সম্মতিপত্রে লেখা থাকবে, ‘করোনার টিকা সম্পর্কে আমাকে অনলাইনে এবং সামনাসামনি ব্যাখ্যা করা হয়েছে। এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যেকোনও অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়।’
বলাবাহুল্য, চলতি মাসেই দেশে আসছে করোনার টিকা। দেশে আসার ১ সপ্তাহের মধ্যে শুরু হবে টিকা প্রয়োগ।
আরও :