হোম বাংলার সংবাদ ছোনকা হেষা পুকুর পাড় ভূমিহীন সমবায় সমিতির অনুষ্ঠিত হল শপথ গ্রহন ও অভিষেক
ছোনকা হেষা পুকুর পাড় ভূমিহীন সমবায় সমিতির অনুষ্ঠিত হল শপথ গ্রহন ও অভিষেক
মোঃ নজরুল ইসলাম জাকি 04 Mar, 2021 6:30 PM

বগুড়ার শেরপুরের ছোনকা হেষা পুকুর পাড় ভূমিহীন সমবায় সমতি লিঃ এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান-২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ০৪ মার্চ ) বিকাল ৪:০০ ঘটিকার সময় ছোনকা হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষকলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি জনাব এস,এম আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি ০৭নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন শাখা যুবলীগের সাধারন ফেরদৌস জামান মুকুল, ভবানীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী ও শাহজাহান আলী, হায়দার আলী, মোঃ মাসুদ রানা, নুরে আলম নয়ন, আব্দুর রশিদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে তিন বছরের জন্য নির্বাচিত কমিটি শপথ গ্রহনের মাধ্যমে তাদের অভিষেক হল।
আরও :