হোম বাংলার সংবাদ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ সমগ্র জাতির জন্য আনন্দের এবং গর্বেরঃ প্রধানমন্ত্রী
জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ সমগ্র জাতির জন্য আনন্দের এবং গর্বেরঃ প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক 27 Feb, 2021 4:37 PM

ছবি : টিভি থেকে নেওয়া
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া সমস্ত জাতির জন্য আনন্দের ও গর্বের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, ‘করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় এক বছর পর আপনাদের সামনে হাজির হয়েছি। তবুও সরাসরি নয়; ভার্চুয়ালি। আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের।’
সরকার প্রধান বলেন, ‘আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটল, যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি; আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।’
আরও :