হোম বাংলার সংবাদ জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু
এস আর রনি, জয়পুরহাট প্রতিনিধি 23 Jan, 2021 9:34 PM

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরে শ্যালো মেশিন চালিত ভটভটির চাকার সঙ্গে নিজের পরনের চাদরের প্যাঁচ লাগিয়ে মোঃ নাঈমুল ইসলাম (১৯) নামে চালকের মৃত্যু হয়েছে।
নিহত নাঈমুল জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে। আজ শনিবার দুপুরের নাগাদ জেলার মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কের শিবপুর ধানশুন্দা এলকায় নিজের ভটভটি ষ্টার্ট দেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, নাঈমুল মাছ নেওয়ার ভটভটি চালিয়ে শিবপুর যান। সেখানে যাত্রা বিরতির পর পূনরায় ভটভটিতে ষ্টার্ট দেওঢার সময় অসাবধানতার কারনে তার শরীরে জড়ানো চাদরের সাথে ভটভটির মটরের চাকার প্যাঁচ লাগিয়ে দূর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও :