হোম বাংলার সংবাদ নেত্রকোণায় ৮ বছরের ছেলেকে গলা টিপে হত্যা করল বাবা
নেত্রকোণায় ৮ বছরের ছেলেকে গলা টিপে হত্যা করল বাবা
নিজস্ব প্রতিবেদন 16 Jan, 2021 1:42 PM

নেত্রকোণায় ৮ বছরের ছেলেকে গলা টিপে হত্যার পর রশিতে ঝুলিয়ে রেখেছে তার পাষান্ড বাবা এরশাদ। আজ সকালে ১০ ঘটিয়াকার নেত্রকোণা সদর উপজেলা কান্দুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছেলের নাম আরাফাত।
জানা যায়, কদিন আগেই নিহতের মায়ের সাথে তাঁর বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আর তাই ছেলে তাঁর মায়ের সাথেই তাঁর নানার বাড়িতে থাকতেন।
বাড়ির সদস্য ও স্থানীয়রা জানান, আজ সকালে বাবা এরশাদ ছেলের জন্য নতুন কাপড় নিয়ে নানার বাড়ি আসে। অতঃপর সেই কাপড় গুলো ছেলেকে পড়িয়ে দেয়ার জন্য একটি ঘরে নিয়ে যাওয়ার পর ভিতর থেকে ঘরের দরজা আটকে দেয় সে। এলাকা বাসী অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে বাহির থেকে দরজা আটকে দেয় তাঁরা।
অতঃপর পুলিসকে খবর দেয়া হলে তাঁরা এসে দরজা ভেঙ্গে মাথায় আঘাত ও গলায় রশি পেছানো অবস্থায় ছেলের লাশ উদ্ধার করে। একই সাথে আসামিকেও গ্রেফতার করে। আসামি প্রথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই হত্যাকান্ডের কথা শিকার করেন।
আরও :