হোম বাংলার সংবাদ বগুড়ার শেরপুরে ব্যবসায়ী খুন! সহকর্মীদের কর্মবিরতি ও শোক পালন।
বগুড়ার শেরপুরে ব্যবসায়ী খুন! সহকর্মীদের কর্মবিরতি ও শোক পালন।
মোঃ নজরুল ইসলাম জাকি 07 Jan, 2021 1:57 PM

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের মোঃ ফরিদুল ইসলাম নৃশংস খুনের ঘটনায় ছোনকা বাজারের সকল ব্যবসায়ীরা ২ ঘন্টার কর্মবিরতি ও কালো ব্যাচ লাগিয়ে নিরাবতা ও শোক পালন করেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) উপজেলার ছোনকা বাজারের ব্যবসায়ীরা বনিক সমিতির সদস্য নিহত ফরিদুল ইসলামের নৃশংস খুনের প্রতিবাদে সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত সকল দোকানপাঠ বন্ধ করে বুকে কালো ব্যাচ ধারন করে কিছুক্ষণ নিরাবতা পালন করেন।
পরবির্তিতে সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার নিহত ব্যক্তির স্মরণে দোয়া খায়েরের অনুষ্ঠান করা হবে।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের শেরপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব আলী রাঙ্গা, ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম,বনিক সমিতির সাবেক সভাপতি মোতাচ্ছের আলী,ইফতেখার আলম আলো, মোকলেছার রহমান, আবু সাইদ, আব্দুস সোবাহান মিস্টার সহ প্রমূখ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আরও :