হোম বাংলার সংবাদ শেষ মেষ সকল জল্পনা কল্পনার অবসান হলো
শেষ মেষ সকল জল্পনা কল্পনার অবসান হলো
স্বপন কুমার নুনিয়া 16 Jan, 2021 7:34 PM

কমলগঞ্জ পৌরসভা দ্বিতীয় ধাপে নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও কমলগঞ্জ পৌরসভার নগর পিতার আসনে ৫২৫৭ ভোট পেয়ে নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র জুয়েল আহমেদ ।
কমলগঞ্জ পৌরসভা দ্বিতীয় ধাপে নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো বেসরকারি ভাবে নৌকা ৫২৫৭ ভোট পেয় জয় লাভ করেন বর্তমান মেয়র জুয়েল আহমেদ। আবারও কমলগঞ্জ পৌরসভার নগর পিতার আসনে দ্বিতীয় বারের মতো বেসরকারি ভাবে জুয়েল আহমেদ নৌকার কান্ডারী ।
মোট ভোট কাষ্টিং-১১২১০ ভোট। ১| নৌকা -৫২৫৭ ভোট। ২|জগ-২৮০৬ভোট। ৩|নারকেল গাছ-২৭৮৭ ভোট। ৪|ধান-৩০১ ভোট ।
আরও :