হোম বিনোদন ফের বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান-সালমান খান জুটিকে
ফের বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খান-সালমান খান জুটিকে
অনলাইন ডেস্ক 16 Feb, 2021 6:28 PM

বলিউডে যে তিন খান রাজত্ব করেন, তাঁদের কারও মধ্যেই কোনও সুসম্পর্ক যে নেই তার প্রমাণ দর্শকেরা আগেই পেয়েছেন। কিন্তু এখন যেন সিনারিও খানিকটা বদলাতেই দেখা যাচ্ছে। আর তাতেই অবাক হয়েছেন ভারতীয় দর্শকেরা।
শাহরুখের পরবর্তী সিনেমায় দেখা যাবে সলমনকে। 'জিরো' রিলিজ করার দু'বছর পর 'পাঠান' শাহরুখের পরবর্তী সিনেমা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' পুরোপুরিই একটি অ্যাকশন থ্রিলার। যার প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।
তবে মুখ্য চরিত্রে নয়। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সলমনকে। এর আগে 'জিরো'তেও এভাবে দেখা গিয়েছিল তাঁকে। চলতি 'বিগ বস' শো'য়ের মঞ্চে দাঁড়িয়ে নিজের পরবর্তী সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই 'পাঠান'-এর কথা ফাঁস করেন সলমন। এমনকি জানা যাচ্ছে, এই সিনেমাতেই নায়িকার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
আরও :