হোম বিনোদন বোরকা পরিহিত অবস্থায় তাহেরি গানে যুবতীদের অদ্ভুত নাচ ভাইরাল | ভিডিও
বোরকা পরিহিত অবস্থায় তাহেরি গানে যুবতীদের অদ্ভুত নাচ ভাইরাল | ভিডিও
অনলাইন ডেস্ক 23 Jan, 2021 3:37 PM

তাহেরির গাওয়া গজলের ডিজে গানে পরিণত ভার্শন রীতিমত ভাইরাল হয়েছে। বর্তমানে এমন কোন অনুষ্ঠান নেই যেখানে তাঁর ঐ 'দয়াল তোর লাইগারে' শিরুনামের গানটি । তবে বর্তমানে ঐ গানের একটি নাচ সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, কয়েকজন বোরকা পরিহিত অবস্থায় সেই গানটি বাজিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচানাচি করতে। আর সেই ভিডিওটি নিয়ে কুভের সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে।
একজন লিখেন, ভিডিওটি দেখে আমার মনে পড়ে গেলো সিরিয়ান সেই মেয়েটির বিখ্যাত উক্তিটির কথা সিরিয়ায় বিমান হামলায় একটি বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়া একটি মেয়ে সাংবাদিক কে উদ্দেশ্য করে বলেছিল," দয়া করে আংকেল, আল্লাহর দোহাই আপনি আমার ছবি তুলবেন না, কারন এই মুহূর্তে আমি হিজাব পরিহিত অবস্থায় নই।"
তারা কিভাবে হিজাবকে কিভাবে মূল্যায়ন করে আর আমরা কিভাবে মূল্যায়ন করছি সেটাই চিন্তা করছি গতকাল ভিডিওটি দেখার পর থেকে।
ভিডিওঃ
আরও :