হোম বিনোদন শ্রাবন্তীর স্বামী রোশনের জীবনে নতুন বন্ধু
শ্রাবন্তীর স্বামী রোশনের জীবনে নতুন বন্ধু
অনলাইন ডেস্ক 27 Feb, 2021 12:19 PM

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের আইনি বিচ্ছেদ এখনো হয়নি। তবে অনেকদিন ধরেই তারা আলাদা থাকছেন তারা।
শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন রোশন। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গেছে তাকে। সম্প্রতি তার রেশ ধরে ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট দিয়েছেন । আর সেই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, তার জীবনে নতুন কারো আগমন ঘটেছে।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন রোশন। যেখানে ক্যাজুয়াল পোশাকে নিজের গাড়িতে হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। ছবি পোস্ট করে রোশন লিখেছেন, ‘একজন মানুষের জীবন অন্য নারীর প্রবেশের কারণ নারীরাই।’ এই ক্যাপশান পড়েই কাদাছোড়াছুড়ি করছে সমালোকচরা।
এদিকে অভিনেত্রী শ্রাবন্তী আপাতত নিজের ক্যারিয়ার এবং একমাত্র সন্তান ছেলে ঝিনুককে নিয়ে দিন কাটাচ্ছেন।
আরও :