হোম বিশেষ সংবাদ জয়নুল হক সিকদার এর মৃত্যুতে স্বরণ সভা
জয়নুল হক সিকদার এর মৃত্যুতে স্বরণ সভা
শরিয়তপুর প্রতিনিধি 27 Feb, 2021 6:39 PM

গতকাল শনিবার ২৭ শে ফেব্ররুয়ারী মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড শরিয়তপুর জেলা শাখার উদ্যোগে শরিয়তপুরের কৃতি সন্তান , বীর মুত্তিযোদ্বা, বিশিষ্ঠ ব্যবসায়ী, সিকদার গ্রুপের কর্ণধার ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান জয়নুল হক সিকদার এর মৃত্যুতে স্বরন সভা সংগঠনের কার্যালয় শরিয়তপুর সদর, শরিয়তপুর বিকাল ৩ ঘটিকায় অনুুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুস সালাম, সভাপতি মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড শরিয়তপুর জেলা শাখা এবং সঞ্চালনায় ছিলেন মোঃ দুলাল ছৈয়াল সাধারন সম্পাদক, মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড শরিয়তপুর জেলা শাখা। এতে আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ ডামুড্যা এবং গোসাইর হাট উপজেলা শাখার সকল সদস্যবৃন্ধ।
আরও :