হোম রাজনীতি ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তি,কোম্পানীগঞ্জে অর্ধদিবস হরতাল কাল
ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তি,কোম্পানীগঞ্জে অর্ধদিবস হরতাল কাল
অনলাইন ডেস্ক 23 Jan, 2021 1:10 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল রোববার অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল ডেকেছে নাগরিক সমাজ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
আজ শনিবার সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা এ কর্মসূচি ঘোষণা করেন। একই সময় তিনি হরতালের পূর্বপ্রস্তুতি হিসেবে লাগাতার অবস্থান কর্মসূচি আজকের জন্য স্থগিত ঘোষণা করেন। নাগরিক সমাজের এ হরতালকে সমর্থন জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
আরও :