হোম রাজনীতি ফেনী পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ,প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি
ফেনী পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ,প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি
ফেনী প্রতিনিধি 12 Jan, 2021 11:40 AM

আসন্ন ফেনী পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।
সোমবার ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপরই নৌকা ও ধানের শীষের প্রচারণায় মাইক ব্যবহার করতে দেখা যায়। সোমবার উভয়ের দলের প্রচারণায় মাইকিংয়ের শব্দে অনেক দিন পর ফেনী শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। যার ফলে পাড়া -মহল্লা, হাট-বাজার সহ সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার নাসির উদ্দিন পাটোয়ারী। ইতিমধ্যে প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করে দিয়েছন।
আগামী ৩০ শে জানুয়ারি ব্যালটের মাধ্যমে ফেনী পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
আরও :