হোম সাহিত্য ও সংস্কৃতি কবি সাহেব মাহমুদের কবিতা “ চেতনায় একুশ”
কবি সাহেব মাহমুদের কবিতা “ চেতনায় একুশ”
মোঃ নজরুল ইসলাম জাকি 21 Feb, 2021 11:36 AM

চেতনায় একুশ
সাহেব মাহমুদ
চেতনাতে একুশ নিয়ে
আছি বসে অধীর হয়ে,
দৃপ্ত পায়ে ক্ষিপ্ত গায়ে
আসছি ফিরে যুগান্তরে,
চোখের আড়াল হলেও
যেনো তোমার ছেলে
যায়নি ক্ষয়ে।
চেতনাতে একুশ নিয়ে
আছি বসে অধীর হয়ে,
জীবনবাজি রাখতে
রাজি,জয় করেছি অনেক ভয়ে।
এমন রঙে রাঙাবো মা
মুছবে না আর কোন ঝড়ে,
চেতনাতে একুশ নিয়ে
আছি বসে অধীর হয়ে,
কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
দাগ লেগেছে মনের ঘরে।
আরও :