হোম সাহিত্য ও সংস্কৃতি কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৪৮
কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৪৮
অনলাইন ডেস্ক 01 Nov, 2020 5:44 PM

মায়াবী মোমের বাতি
সাহেব মাহমুদ
বহুদিন আমি রয়েছি ঘুমাই
"কাচের দেয়ালে "বন্দি,
চোখ খুলতেই কেমন
নিয়তি
"দেবদাস" করে সন্ধি।
কত ভালো লেগে কত
ভালোবাসে নিস্পাপ দুইটি
আঁখি,
সহসাই যেন ঝড়োজল
হয়ে
স্পর্শে পড়তাম লুটি।
আষাঢ়ের মেঘে মাটিতে
গড়ায়
কুসুম ঠোঁটের দাগে,
সুখেতে ভাসিয়ে দাও যদি
পারো
দুখ যতো অনুরাগে।
রাহুর কবলে কঠিন অসুখ
বাজছে শেষের বীণা,
সোনালি ইগল আহত
ডানায়
উড়ছে আকাশ হীনা।
মায়াবী মোমের জ্বলছি
শিখায়
মূক ইশারায় শুয়ে,
জীবনকে খুঁজি সহজ
নিয়মে
একে-একে, এক হয়ে।
আরও :