হোম সাহিত্য ও সংস্কৃতি কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৫০
কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৫০
অনলাইন ডেস্ক 05 Nov, 2020 12:45 PM

বালুখণ্ডে যৌবন
-সাহেব মাহমুদ
ও নবীনা লোভের জলে
ডুবাও তোমার মুখ,
এত সুখে রাখছি তবু
অরণ্যে চাও সুখ।
রেখে বুকের সোনার খাট,
আপন করলে গরল কাঠ
দিশেহারা চলছো পথে
অনেক স্ফীত বুক।
লাজুকলতার বুক থেকে
ওই পাখি উড়ে যায়,
মেঘের কাছে যা চাইবে
তাই কী সবাই পায়।
শিউলীতলায় ক্রান্তিকাল,
কুয়াশা দেখে আকাশ লাল
ক্লান্তলগন স্মৃতির দাহণ
বাতাস গতি পায়।
আলোর খেয়ায় আঁধার
ডুবাও খোঁপায় গুজে ফুল,
মনকে শত সেলাই করে
পাবে না তো কূল।
অঙ্গেমাখা ছন্দময়
শূন্যের ঘরে পতন হয়
আগুনকুসুম ইচ্ছেগুলোর
কিচ্ছা হবে ভুল।
আরও :