হোম সাহিত্য ও সংস্কৃতি কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৫৬
কবি সাহেব মাহমুদের ধারাবাহিক কবিতা - ৫৬
অনলাইন ডেস্ক 26 Nov, 2020 3:22 PM

ভেঙ্গে পড়া বারণ
সাহেব মাহমুদ
এগিয়ে যেতেই হবে,থমকে
দাঁড়িও না!
যুদ্ধে ও গিয়েছি
পথের কষ্টকে পথেই
রেখেছি,কারণ !
জিত- হার, দুইটি'ই ছিল
ভেঙ্গে পড়া বারণ।
দোঁড়াও সময়ের সিঁড়ি
ডিঙে
উন্মাদনা যেমন থাকে অশ্ব
ক্ষুরে ক্ষুরে
রুগ্ন স্নায়ুতে চাবুক লাগাও
জেগে উঠুক !
বৃত্তে বন্দি জীবন উন্মুখ
সত্তায়
আলাদীনের প্রদীপ জ্বেলে,
পিছু ফেরার নেই কোন
সু্যোগ
কারণ ! ভেঙ্গে পড়া
বারণ।
শিয়রে সুখ-দুঃখ,সবুজ স্বপ্ন
ধূমায়িত মেঘ,রজনীগন্ধার
ঘ্রাণ
ভেসে আসুক অনির্বাণ
তবুও ছুটতে হবে
কিছু অভিজ্ঞতা,সরল
বিশ্বাস
গরল তিক্ততা,
গ্রহণ- বর্জন, সহস্র
হাতছানি
ভাঙ্গতে হবে
কালের নির্দয় ব্যথাদীর্ণ
ব্যবধান
কারণ!ভেঙ্গে পড়া বারণ।
বোধহীন মিশে দিয়ে সমুদ্র
জলে
অগ্নি জ্বালাও কঠিন
সমীকরণে
কুসুমের বার্তা বুকে করে
ধারণ,
জেনে রাখো,কারণ !
ভেঙ্গে পড়া বারণ।
আরও :