হোম সাহিত্য ও সংস্কৃতি কবি সাহেব মাহমুদের হেমন্তের কবিতা
কবি সাহেব মাহমুদের হেমন্তের কবিতা
অনলাইন ডেস্ক 23 Nov, 2020 12:51 PM

ফসলের গান
সাহেব মাহমুদ
শান্ত শুভ্র ভোর এসেছে
আকাশে নীলধারা,
মাঠ সোনালি রং পেয়েছে
জীবনে পায় সাড়া।
ওই যে গাঁয়ে কুয়োতলায়
কিশোরী তুলে পানি,
ধানের স্তুপে উঠান ভরা
কৃষাণী আজ রানি।
দিন যাপনে অনেক কথা
আছে ধানের শীষে,
দুঃখ- ব্যথা,আঁধার আলো
গল্প মুখে মিশে।
রোদে পোড়ায় ঝড়ে
উড়ায়
আশার নদী চরে,
জীবন সুতা ছিঁড়ে হঠাৎ
অভাব নামে ঝড়ে।
কৃষক তবু মুঠোয় ভরে
আলোর ছোঁয়া আনে,
বছরভরে মুখর থাকে
ফসল ফলা গানে ।
আরও :